রাঙা প্রভাত ডেস্ক।। সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর হামলা ও অপহরণচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউসে বরিশাল বিভাগের প্রশাসনিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় সাংবাদিক অপূর্ব অপুর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, বরিশালের প্রতিষ্ঠিত এক সাংবাদিককে দিনে দুপুরে হামলা চালিয়ে গাড়িতে তোলার চেষ্টা মোটেই কাম্য নয়। এ ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকদের আমরা মনে করি সমাজের একটি বিবেক। বরিশালের মতো জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না থাকা সত্ত্বেও একজন সাংবাদিককে অপহরণচেষ্টা করা হয়েছে। এ ঘটনা আমরা সহজভাবে নিতে পারছি না।
আবুল হাসানাত আব্দুল্লাহ হতাশা প্রকাশ করে এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।
এ সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, স্থিতিশীল বরিশালকে কারা অস্থিতিশীল করতে চায়। সাংবাদিকদের সঙ্গে এমন ঘটনা উদ্বেগজনক। বরিশালের সাংবাদিকদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। কারা এ ঘটনা ঘটিয়ে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার পায়তারা করছে?
এ সময় সেখানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাংবাদিক নির্যাতনের বিচার চেয়েছেন।
সেখানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, র‌্যাব ৮ এর অধিনায়ক জামিল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সাংবাদিক নেতারা।
প্রসঙ্গত, গত ২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় টেলিভিশনের বরিশালের শীতলাখোলা রোডস্থ অফিসে যাওয়ার পথে সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারা দেশের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।
ঘটনার ৬ দিন পর শনিবার (৩ জুন) তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করে ডিবি পুলিশ।
Share.
Exit mobile version