এলিসন সুঙ, মৌলভীবাজারঃ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে “খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট “উদ্যোগ ও  সার্বিক সহযোগিতায় একদিন ব্যাপী “পালক,পুরোহিত,ব্রতধারী ও ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত হয়।
 শনিবার  (৪জুন) কুলাউড়া   উপজেলা অধীনে  লক্ষীপুর মিশনের সেন্ট ইউজিন হিউম্যান ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে এই  কর্মশালাটি  অনুষ্ঠিত হয়।এই কর্মশালায় খ্রিষ্টান মণ্ডলী বিভিন্ন যাজক ,পাস্টর,সিস্টার  ও ধর্মীয় নেতৃবৃন্দসহ মোট ১৫৫ জন  অংশ গ্রহণ করেন।
 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধীনে  খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সচিব নির্মল রোজারিও এর সভাপতিত্বে   এই কর্মশালায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
 খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট  উপ-পরিচালক লিন্টাস রক রোজারিও এর সঞ্চালনায় শুরুতে স্বাগতিক বক্তব্য দেন বাংলাদেশ  খ্রিস্টান এসোসিয়েশনের সিলেট বিভাগের উপদেষ্টা ফাদার জোসেফ গমেজ ওএমআই, অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সচিব জয় দত্ত  বড়ুয়া প্রমুখ।
এই কর্মশালা খ্রিষ্টান  ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ও ফাদার ব্রাইন চঞ্চল গমেজ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি।এবং মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন।প্রত্যেক ধর্মীয়তে মানব প্রেমের কথা বলা হয়েছে।বর্তমানে মানব প্রেমের অভাবে জন্ম নিচ্ছে হিংসা, অশান্তিসহ নানা অপকর্ম কাজ। শেষাংশে কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে  মুক্ত আলোচনা করা।
Share.
Exit mobile version