বিশেষ প্রতিনিধি।। শুক্রবার রাত ১০.৩০ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্যাবসায়ীর অকাল মৃত্যুতে পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

ঘটনাটি গৌরনদীর সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের খলিল শিকদারের পুত্র ধান ব্যাবসায়ী খোকন শিকদার ২২ এর বেলায় এ ঘটনা ঘটে।

প্রাপ্তি সুত্রে যানা গেছে খোকন ধান বিক্রি করে মাহিলারা থেকে নিজ গ্রামের বাড়ি ফেরার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেরে আসা যাত্রি বাহি হনিফ পরিবহন ঢাকা মেট্র ব -১৪৬৭৭৩ অসাবধানতার কারনে মাহিলারা ইউনিয়ন পরিষদের সম্মুখে নছিমনের উপর উঠিয়ে দিলে ঘটনা স্হানে খোকন মারা যায়। এব্য নছিমুন ড্রাইভার গুরুতর আহত হলে স্হানিয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। স্হানিয় সুত্রে পুলিশ দুরর্ঘটনার কথা যানতে পেরে পরিবহনটি আটক করেন। আজ শনিবার সকাল ৮ টায় নিজ গ্রামের বাড়িতে খোকনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Share.
Exit mobile version