রহমত আলী নিলয়, মনিরামপুর প্রতিনিধিঃ- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে মনিরামপুর বাজার থেকে ঢাকুরিয়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা নির্মানের কাজে হচ্ছে অনিয়ম। রাস্তায দেওয়া হচ্ছে ভাঙ্গা নষ্ট ইট, রাস্তার পাশে খনন করে ইট তুলে দেওয়া হচ্ছে সেই ইট, ইটের মান ভাল না।
এতে এলাকার জনগন ও বাজারের দোকানদাররা বাঁধা দিলে কাজ বন্ধ করে চলে যাই সাধারন শ্রমিকরা, পরে ঢাকুরিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জরুল হাঁসান সাজ্জাদ এসে ঠিকাদারকে ফোন করে ডেকে আনে এবং রাস্তায় কাজ ভালোভাবে করার কথা বলেন। সস্মতি দিয়ে কাজ শুরু করলেও  কাজের অনিয়র করা বন্ধ করেন নি ঠিকাদার মুকুল। রাস্তায় দেওয়া হয়েছে অল্প কিছু ইট এবং ভালোভাবে রুলার দেওয়া হয়নি। বালি না দিয়েই তেল দেওয়া হয়েছে পরের দিনই পিচের কাজ করানো হচ্ছে।
বাজারের দোকানদার ইসরাফিল হোসেন জানান, এই রাস্তা একমাসও টিকবে না।
কাপড় ব্যাবসায়ি জিল্লুর রহমান বলেন রাস্তা যেমন ছিলো ভালো ছিলো।
এ বিষয়ে জানার জন্য ফোন দিলে ফোন রিসিভ করেন না ঠিকাদার মুকুল হোসেন।
এলাকায় জনগন কাজে বাঁধা দিলেও শুনছেন না শ্রমিকরা। তাই সকল মানুষ এখানে  প্রশাসন হস্তক্ষেপ কামনা করছেন।
Share.
Exit mobile version