রাঙা প্রভাত ডেস্ক।। পিরোজপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক লাইনের তামার তার চুরি হয়ে গেছে। চুরি হওয়া বিদ্যুতের তারসহ মঙ্গলবার (৫ জুলাই) ভোরে ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৪২), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের ছেলে তরিকুল ইসলাম (২০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউছার হোসেন (২২), একই গ্রামের হোসেন গাজীর ছেলে ওহিদুল গাজী (২৫) ও ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জলিল হাওলাদারের ছেলে বেলায়েত হাওলাদার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের এই সেতুতে ৯টি স্প্যান ও ১০টি পিলার রয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি টাকা দিয়েছে চীন। বাকি ২৪৪ কোটি টাকার সংস্থান করছে বাংলাদেশ সরকার। ৪২৯ মিটার ভায়াডাক্টসহ ডাবল লেনের সেতুর দৈর্ঘ্য ১৪২৭ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্ত থেকে কয়েকদিন আগে ল্যাম্প পোস্টের নিচের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের মাটির ওপরের ঢাকনা খুলে মূল্যবান তামার তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন জানান, কয়েকদিন আগে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর তার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ তদন্ত করে আজ ভান্ডারিয়া ও কাউখালী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।