রাঙা প্রভাত ডেস্ক।। ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণায় ও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বেড়েছে বাইকারদের চাপ।

বুধবার (৬ জুলাই) সকালে সরেজমিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শত শত মোটরসাইকেল দেখা গেছে।

ঘাটে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ কম থাকায় বাইকাররা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছে ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এদিন ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় দেড় হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১ টি চলাচল করছে। তবে যানবাহন কম থাকায় তিনটি ফেরিকে বসিয়ে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ নেই। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস যানবাহনগুলো কোনো ধরনের বিড়ম্বনা কিংবা অপেক্ষা ছাড়া ফেরিতে পার হচ্ছে।

Share.
Exit mobile version