রাঙা প্রভাত ডেস্ক।। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয় রুমন সরকার রনিক (২১) নামের এক যুবককে। এবার সেই যুবককে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তারেকুল তৌফিক গত ২৯ জুন আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন করেন। রুমন উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।
এরআগে গত ২৫ জুন রাতে রুমন সরকার রনি প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল ২৬ জুন দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এদিন সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজার থেকে রুমন সরকারকে গ্রেফতার করে। পরে থানা পুলিশ গ্রেফতারকৃত রুমন সরকার রনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, সুষ্ঠু তদন্ত করতে আদালতে তিনদিনের রিমান্ড চাইলে বিচারক শুনানি শেষে রুমন সরকার রনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
Share.
Exit mobile version