কেএম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের রেজাউল ফকিরের রোপনকৃত গাঁজা গাছ উদ্ধার করেছে র্্যাব।

তথ্যটি নিশ্চিত করা হয়েছে র্্যাব -৮ গোয়েন্দা শাখা থেকে। র্্যাব জানায় উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের আবুল কাশেম ফকিরের পুত্র গাঁজা ব্যাবসায়ি রেজাউল করিম -৪০ দীর্ঘ দিন যাবৎ মাদক ক্রয় বিক্রয় করে আসছেন।

তারি ধারাবাহিকতায় র্্যাব বিশ্বাস্ত সুত্রে জানতে পারে রেজাউল বিক্রয়ের উদ্দেশ্য নিজ জমিতে গাঁজা গাছ রোপন করে চাসাবাদ করে আসছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই বৃহস্পতিবার ৬ঃ৪৫ মিঃ র্্যা ব তার দঃ বড়াকোঠার নিজ জমিতে রোপনকৃত ৩ টি গাঁজা গাছ উদ্ধার কালীন র্্যাবের উপস্থিতি টের পেয়ে রেজাউল পালানোর চেষ্টা করে ব্যার্থ হয়।

র্্যব তাকে আটক করে জিজ্ঞেসাবাদের একপর্যায় উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেজাউলকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং- ১০/ তাং-৮/০৭/২২। র্্যাব জানায় রোপনকৃত গাঁজা গাছটি ৬ ফুট লম্বা ২ঃ৫ কেজি ওজনের যাহার বাজার মুল্য ১৯০০০ টাকার অধিক মুল্য বলে ধারনা কর ন র্্যাব।

Share.
Exit mobile version