বিশেষ প্রতিনিধি।। পাবনা-ঢাকা মহাসড়কের বিরাহিমপুর নামক স্থানে শাহাজাদপুর ট্রাভেলর্সের একটি বাস বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর সময় মোটরসাইকেল ,সিএনজি ও ভ্যান কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে থাকা বৈদুতিক খুঁটি ভেঙ্গে তারপর মেকানিক্স এর দোকানের ভিতর বাসটি ঢুকে পড়ে। বৈদ্যুতিক খুঁটি না থাকলে সরাসরি মেকারের ঘরে ঢুকে পড়তো।মেকানিক্সের দোকানে বসে থাকা দুজন এবং মেকানিক্স সবাই সম্ভাব্য নিহতের হাত থেকে রক্ষা পেয়ে গেল।

ঘটনাটি আজ সোমবার বিকাল ৪: ৩৫ মিনিটের দিকে ঘটে।
এতে অলৌকিকভাবে বেঁচে যান দোকানের সামনে বসা দুইজন লোক ও ইলেকট্রনিক্স মেকার কৃষ্ণ। দোকানের ভিতরে বসে থাকা মেকারের চেয়ারের পায়া দুটি ও অন্যান্য অংশ ভেঙে গেলেও প্রাণে বেঁচে যান মেকার কৃষ্ণ। এরা তিনজনই আহত হন।
দুর্ঘটনায় তিনটি দোকান ও বৈদ্যুতিক পিলার ভেঙ্গে বিরাহিমপুর বাজার মসজিদের ছাদের উপর পড়ে ক্ষতিগ্রস্ত হয় মসজিদের ছাদ ।
শাহজাদপুর ট্রাভেলস বাসটি পাবনা থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলো।

Share.
Exit mobile version