রাঙা প্রভাত ডেস্ক।। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সারাদেশে দুই হাজার ৭৪২ কিলোমিটার সড়ক ও ৬ দশমিক ৯৭১ কিলোমিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামতে সরকারের খরচ হবে দুই হাজার ৪০৫ কোটি ৮৮ লাখ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ক্ষতি নিরূপণ প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের সড়ক। বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের দুই হাজার ৪৩১ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এ সড়কগুলো মেরামতে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে দুই হাজার ৫৩ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া এসব জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২ দশমিক ৫৯৬ কিলোমিটার সেতুও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে খরচ ধরা হয়েছে ৭২ কোটি ৮৫ লাখ টাকা। সড়ক ও সেতু মেরামতে এ বিভাগের খরচ হবে দুই হাজার ১২৬ কোটি ৬৪ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে এরপরেই রয়েছে ময়মনসিংহ বিভাগ। বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় মোট ২৬৮ কিলোমিটার সড়ক ও ৩ দশমিক ৯৫৩ কিলোমিটার সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১৯৪ কোটি ৭ লাখ টাকা।

রংপুর বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ ২৫ কিলোমিটার। আর সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩২ মিটার। এগুলো মেরামতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৫০ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম বিভাগে এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ১৮ লাখ, ঢাকা বিভাগে দুই কোটি ৭৫ লাখ ও রাজশাহীতে ৯৮ লাখ টাকা।

Share.
Exit mobile version