রাঙা প্রভাত ডেস্ক।। বিদ্যুৎসহ চলমান নানা সংকট আওয়ামী লীগ সরকারকে পতনের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার চোখে সর্ষে ফুল দেখছে। জনগণ ফুঁসে উঠছে এবং সরকারের পতন তরান্বিত হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ওই সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘রিজার্ভের সাড়ে ৭ বিলিয়ন ডলার সরকার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দিয়েছে। এই টাকাটা কাদেরকে দিয়েছে? যারা বিভিন্নভাবে দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্য করছে। তারা এই টাকা নিয়ে বিদেশে পাচার করেছেন, বাড়ি বানিয়েছেন। আর দেশের মধ্যে সেই টাকা আর আসছে না। এই তো শুরু। অর্থনীতিবিদরা বলছেন সব জায়গাতেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন সরকার সর্ষে ফুল দেখবে, দেখতে হবে।’

বিদ্যুতের লোডশেডিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনীতি মূলত নির্ভর করে পোশাক শিল্পের ওপর। সেই খাতে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার ঘাটতি হলে সমস্যা তৈরি হবে, পরিবহণে সমস্যা সৃষ্টি হবে। জ্বালানি তেল ও বিদ্যুৎ সম্পূর্ণভাবে অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে যখন রেশনিং সিস্টেম চালু করা হবে, তখন কিন্তু উৎপাদনে হ্রাস পাওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যেসব পাওয়ার প্ল্যান্ট কাজ করছে না তাদেরকে পয়সা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিরাট অংশ চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ডলারে পে করতে হয়। এই সমস্যাগুলো বলা যেতে পারে সামগ্রিক সমস্যা। এই সমস্যাগুলো সৃষ্টির বিষয়ে আমরা আগেই বলেছি যে, সরকারের কোনো পরিকল্পনা নেই এবং দুর্নীতি চরম জায়গায় পৌছেছে। সব জায়গাতে তাদের একটাই লক্ষ্য দুর্নীতি করা। এটা অস্বীকার করলে তো চলবে না।’

Share.
Exit mobile version