রাঙা প্রভাত ডেস্ক।। পরিচালক (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) হিসেবে যমুনা গ্রুপে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী।

শনিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করে গোলাম রাব্বানী বলেন, আমি চাকরি পেয়েছি আরও আগে। অফিস শুরু করেছি শুক্রবার থেকে। যমুনা গ্রুপের মোট ৪১টি কনসার্ন। এগুলোর বিজনেস, ডেভেলপমেন্ট, রিসার্চসহ অন্য বিষয়গুলো দেখার দায়িত্ব আমার। বলা যায়, পরিচালক, অ্যাডমিনের যে কাজ, সেগুলো আমার করতে হবে। পাশাপাশি অন্য কাজও করতে হবে।

গোলাম রাব্বানী বলেন, এখানে আমার কাজের স্বাধীনতা আছে। আমি ছাত্রলীগের সাবেক নেতাদের কর্মসংস্থানের জন্যও কাজ করবো। তাদের যমুনা গ্রুপের ৪১টা কনসার্নের সঙ্গে ব্যবসার সুযোগ করে দেবো।

উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদচ্যুত হয়েছিলেন গোলাম রাব্বানী। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন।

Share.
Exit mobile version