রাঙা প্রভাত ডেস্ক।। সবচেয়ে বড় অপরাধগুলো দেশের ব্যাংক খাতে হয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এ খাতের লুটপাট, জালিয়াতি বন্ধ করা প্রয়োজন বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত।

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে এমন মন্তব্য করেছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। পরে, তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাই নবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলে, এখন সবচেয়ে নাজুক পরিস্থিতিতে আছে ব্যাংকিং খাত। এর সংস্কার প্রয়োজন।

Share.
Exit mobile version