রাঙা প্রভাত ডেস্ক।। দেশের মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদের নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তিন পৌরসভা, দুই উপজেলা, বিভিন্ন শূন্য পদে ৩৩ ইউপির উপ নির্বাচন ও বিভিন্ন কারণে পুননির্বাচন হচ্ছে ১৩ ইউপিতে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়  দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হলেও বাকি সব এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।কিন্তু ইভিএম নিয়ে এক প্রার্থীর বক্তব্যের পর বিষয়টি তদন্তের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ১৫ জুন প্রথম ভোট করে। ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও দেড় শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদের ভোট হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন নির্বাচনী এলাকাগুলোতে।

Share.
Exit mobile version