রাঙা প্রভাত ডেস্ক।। ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত তথ্য সংগ্রহ শেষে দেশের মোট জনসংখ্যা প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। মহিলা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। হিজড়া জনগোষ্ঠীর মানুষ আছেন ১২ হাজার ৬২৯ জন।

রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারির কাজ শুরু হয় গত ১৫ মে। সারা দেশে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী এ তথ্য সংগ্রহ করেন। প্রকল্প পরিচালক দিলদার হোসেন জানান, তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। ডাটা এনক্রিপটেড থাকার কারণে কেউ এ তথ্য চুরি বা হ্যাক করতে পারবে না। প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারি হতো। এবার এই নাম পরিবর্তন করে জনশুমারি করা হয়েছে।

Share.
Exit mobile version