রাঙা প্রভাত ডেস্ক।। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বলেই বিএনপি সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই কমিশন জনগণের মধ্যে আস্থা তৈরী করতে পারেনি।

নির্বাচন কমিশনে বিএনপির গত বছরের আয়-ব্যয়ের রিপোর্ট জমা দেয়ার পর এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধনের সুযোগ এখনও আছে। দলের আয়-ব্যয়ের হিসেব সম্পর্কে বলেন, টানা তিন বছরে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা ঘাটতিতে রয়েছে বিএনপি। ২০২১ সালে আয় ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। এবারও দলটির আয়ের চেয়ে সোয়া কোটি টাকা ব্যয় বেশি হয়েছে। ফলে ঘাটতি মেটানো হয়েছে একাদশ সংসদ নির্বাচনের সময় মনোনয়ন ফরম বিক্রির সঞ্চিত অর্থ থেকে।

Share.
Exit mobile version