চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে শুক্রবার বেলা দেড়টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেলক্রসিংয়ে মাইক্রোবাসের সাথে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান।
মাইক্রোবাসে থাকা বাকি সাতজনের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরেকজন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ছাত্র-শিক্ষকের তরুণ দলটি পিকনিক স্পট হিসেবে খৈয়াছড়া ঝর্ণাকে বেছে নিয়েছিলেন। ফেরার পথে মিরসরাইয়ে একটি লেভেল ক্রসিংয়ে পার হওয়ার সময় তাদের মাইক্রোবাসে ট্রেনের সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি প্রায় এক কিলোমটার টানে নিয়ে যায় ট্রেন।
হতাহতদের মধ্যে চালক ও সহকারী ছাড়া সবাই হাটহাজারীর আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষার্থী ও শিক্ষক।

Share.
Exit mobile version