আয়নার মুখগুলো

নাসরিন সিমি

ফুল পাখি ঘাস নিয়ে কবিতা লেখার দিন শেষে
কতগুলো মশা এসে কামড়ায় শিশুটিকে
আকাশের রঙ বদলে যেতে থাকে ধীরে ধীরে
মঙ্গল আর পৃথিবীর পার্থক্য খুব বেশি মনে হয় না
কয়েকটি শুকতারা কয়েকটি ব্লাকহোল আবর্তমান
কেউ কেউ মনে করে ধ্বংসের খুব কাছাকাছি
প্রলয় তো আসবেই একদিন ঘুরপথে ফিরে এসে
তবু আমি অপেক্ষায় থাকি সেই অগ্নুৎপাতের
যা ধ্বংস করেছিল একদিন পম্পেই নগরীর সভ্যতা
বিনিদ্র রাত জাগে তোমার অস্থির কাতরতায়
খুঁজে খুঁজে হয়রান প্রেমকাতর মন নিজেই জানো না
তুমি কোন প্রহরের অপেক্ষায় থাকো দিনমান
নাগরিক প্রেম তোমার শুধু মোহে অন্ধ বুঁদ হয়ে
আছো ভুলে গেছো অতীতের আয়নার মুখগুলো।

Share.
Exit mobile version