নিঃস্বার্থ প্রকৃতি
হৈমন্তী শুক্লা ওঝা

সমস্ত দিন রাত বৃষ্টি ঝরছে
তবু্ও ক্লান্তির আভাস নেই আকাশে।
কিন্তু, ভালোবাসতে গিয়ে কেন মানুষ ক্লান্ত হয়?
কেন বিষাদের ছায়া নামে মনে?
কেন চোখের জলে ভেসে যায় বুক?
তবে কি প্রকৃত ভালোবাসা নেই
মানুষে মানুষে?
স্বার্থপরতার দোলায় দুলছে মানুষ।
সীমাহীন লোভ-লালসার তীক্ষ্ণ দৃষ্টি,
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, সহানুভুতি-প্রেম-ভালোবাসা।
তাই,একটু ভালোবাসতেই ক্লান্ত হৃদয়।
পত্র পল্লবহীন বৃক্ষের মতো,
শ্রীহীন হয় মনের আঙিনা।
দ্বিধা -দ্বন্দ্ব আর ঘাত-প্রতিঘাতে
চূর্ন-বিচূর্ন প্রেমের ময়দান।
কেন আকাশ হতে পারেনা
মানুষের মন?
কেন সবুজে বিলীন হয়না
এ জীবন?
শুধু ক্লান্তির রেখা পরে কপালের ভাঁজে!
মানুষ কি পারেনা সাজতে?
প্রকৃতির সাজে।

Share.
Exit mobile version