আলো নেই—-
ভীষ্মদেব বাড়ৈ
এখন নিঃশ্বাস নিতেও ভূমিকম্পে কেঁপে উঠি, সন্ত্রস্ত থাকি, ভিত হই-
কারো গা বেয়ে সাপের মতো তমসা নামে,
অন্ধকারে নড়ে উঠে হাড়গিলে, শকুনের ছায়া?
হৃৎপিণ্ড আর হৃদয়ের মাঝে রক্তের বিভাজিত ছেদ!
রক্ত চলছে না
জমাট করে আছে পা, মাথা, চোখ, কান, মুখ,
গঙ্গা মিশছে না পোড়ামুখী যমুনার জলে!
মানুষ কি জামা পড়ে আছে?
নাকি জানোয়ার জামা পড়ে মানুষ হয়েছে?
নোখ-দন্তহীন দুই পেয়ে মানুষগুলো(?) বেশী ভয়ানক,
অন্তরে বিষ আর বীর্যের চাষ!
কোদালের কোৎ কোপে গ্রহ নড়ছে,
চাঁদ-তারা, ছায়াপথ নিয়ে কেউ-কেউ লুডু খেলছে,
এইসব লোকালয়, দেশ-জনপদ যেন তার দাদুর খতিয়ান!
সূর্যরা পরে আছে অন্ধের লেন্স!
ইউক্রেনে সাইরেন, রাশিয়ায় সাইরেন, লিবিয়ায় সাইরেন, কোরিয়ায় সাইরেন, ইরাক-ইরান, আফগানে সাইরেন
দেশে-দেশে দেশীয় সাইরেন
আমি আলো দেখি না–
আলো নেই–
আলো নেই—
আলো নেই—-
একটুও আলো নেই!