একটি ঝর্ণা কলম

স্নিগ্ধ নীলিমা

কেউ আমাকে একটা ঝর্ণা কলম দিবে?
আমি হৃদয় থেকে রক্ত ঝরিয়ে কালি বানিয়ে
ফোঁটায় ফোঁটায় লিখে যাব দুরাচারের কথা।

নির্লজ্জ অট্টহাসিতে আকাশ বাতাস কম্পিত,
দাম্ভিকের আস্ফালনে গান ভুলেছে পাখিরা,
বাঘিনীর হিংস্র হুংকারে পুড়ছে বন বনানী ,
চোখ বন্ধ করে কাক খাচ্ছে গৃহস্থের খাবার,
রহিমুদ্দির ট্যাক্স, ভ্যাটে উন্নয়নের জোয়ার ,
জনতার রায় কাঁদে জমকালো অভিষেক মঞ্চে,
লাখো ফুল দলিত, রক্তাক্ত, নিঃশেষ রাজপথে।

সাদা কাগজে লাল লাল বর্ণে লেখা ইতিহাস
সমুদ্র গর্জনে আছড়ে পড়বে বালির সৌধে,
বৈশাখী ঝড় হয়ে ভাঙবে চিল, শকুনের ডানা,
দেখো ঐ দিগন্তে উঁকি দিচ্ছে নতুন রক্তিম সূর্য।

Share.
Exit mobile version