ইব্রাহীম রুবেল।।
অতিশয় উদীয়মান এবং পরীক্ষিত তরুণদের নিয়ে টি ২০ দল গঠন করেছিলেন বোর্ড কর্তাব্যক্তিরা। তাদেরকে হতাশ করলো টাইগার শিবির। পরীক্ষা নিরীক্ষার খেলায় এই যাত্রায় অবশ্য কোন প্রাপ্তির হিসেব মেলানো বোর্ড কর্তাদের জন্য বড় পরীক্ষা হয়ে রইলো। সিনিয়র খেলোয়াড়দের বাইরে রেখে নিতান্ত তলানির দল জিম্বাবুয়ের সাথেও প্রথমবারের মত সিরিজ হাত ছাড়া করতে হলো বাংলাদেশকে।
১৫ থেকে ১৮ এই চার ওভারে ৭০ রান দেন বাংলাদেশের বোলাররা। আর এতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় জিম্বাবুয়ে। অবশ্য তারপরও লক্ষ্যটা ছিলো হাতের নাগালেই। তবে অপেশাদার আর ভাবলেশহীন বিটিংয়ের বলি হতে হলো প্রথমবারের মত জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া মোসাদ্দেক কে। তিনি ৪ ওভারে ২২রান দিয়ে এক উইকেট নিলেও বিটিংয়ে ছিলেন ব্যর্থ। আফিফ হোসেন কিছুটা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে লড়াই করে গেলেও পরবর্তীতে নিঃসঙ্গ হয়ে পড়েন।ফলাফল বাংলাদেশর ১০ রানে পরাজয়।
জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভার খেলে করে ১৫৬/৮ রান এবং বাংলাদেশ পুরো অভার খেলে ১৪৬ রান তুলতে সক্ষম হয়।