প্রিয় আলাপ–

ভীষ্মদেব বাড়ৈ

যে নারীটিকে আমি ভালোবাসি, চাই সে আলাপ করুক।

চাই সে আলাপ করুক-
জেগে অথবা ঘুমের ভিতর-
আমার ছায়ায়,
আমার আলোতে সে আলাপ করুক,
আমার বর্তমান অথবা অবর্তমানে সে আলাপ করুক।

ঘাসের উপর যেমন বৃষ্টির জল
নয়নে যেমন নক্ষত্র কাজল,
ঠোঁটে যেমন রাতের পরশ
মৌ-য়ে যেমন মধুবতী রস,
মেঘ-আলো মিলনের মতো,
সে আলাপ করুক।

সে কথা না বলেই আলাপ করুক-
তার দৃষ্টিতে, চাহনিতে আর বৃষ্টিতে,
সে কথা না বলেই আলাপ করুক-
মিলনের ঘনশ্বাস আর আদিম সৃষ্টিতে।

Share.
Exit mobile version