দহন
দীন মুহাম্মদ

তুমি হয়তো আমাকে মানুষ মনে করোনি
হয়তো একটা সিগারেটই মনে করেছিলে
তাইতো তোমার উগ্র আধুনিক ঠোঁটে চেপে
ধোঁয়া টেনে টেনে আমাকে পুড়িয়েছ।

আমি পুড়ে পুড়ে ছাই হয়ে মাটিতে পড়েছি
বাকি অংশ মাটিতে ফেলে পায়ে পিষেছো
আমি মাটিতে মিশে মিশে মাটি হয়ে গেছি
আমার বুকের উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও।

তুমি দহনের কষ্ট বোঝোনি,মাটির কষ্ট বোঝোনি
কেননা, তুমি হয়তো আমাকে মানুষ মনে করোনি
হয়তো একটা সিগারেটই মনে করেছিলে
অথচ মানুষেরা বলে,আমি নাকি মানুষই ছিলাম।

Share.
Exit mobile version