শঙ্খবাস
—-নাসরিন সিমি
চেনা জগতের বাইরে নির্বাসন দাও
পথ হারাতে হারাতে ঠিক পথ পাবো শঙ্খদুয়ারে পৌছে করবো শঙ্খবাস
পেছনে ফেলে সবকিছু যা ছিলনা
সেই সুখের আস্বস্তে কেটে যাবে দিন
শঙ্খবাসেও আছে আনন্দ। তারপর
বিবাগী বৈরাগীর ঝুলিতে থাকবে
ক’টা শঙ্খমালা যপ ও তপের,
বিদির্ণকরা শঙ্খের ভেতর হৃদপিন্ড
ভেদ করে বহমান ঈশ্বরের যপমালা,
রক্তক্ষরণের মাঝেও করবো বসবাস
শঙ্খবাসই হবে মুক্তির বসতকাল।
মুক্তির আনন্দে শঙ্খমালাতে অবগাহন,
চেনা পৃথিবীর বাইরে আনন্দ আলোক
বর্ষীত হবে ধারায় ধারায় আবার নিয়ম
মাফিক ঠিকই নশ্বরতা আসবে শঙ্খবাসে,
চূর্ণকরে বৈরাগীর শঙ্খমালা ধূসর
বিচূর্ণ হৃদয়ের পথ হবে অনিশ্চয়তায়।