দেহের বাতাস
হুমায়ুন কবির সিকদার
পূণ্য কাজে শূন্য দেখ পাপে দেখ লাভ
ডাবের কাজ হয় কী কভু যতই খাও গাব!
বাতাস কিন্তু যায় না দেখা ভারি কিন্তু অনেক
অক্সিজেনের অভাবে কী বাঁচতে পার ক্ষণেক?
মাগনা জিনিস ফেলনা ভাব দেওনা মোটে মূল্য
দেহের বাতাস বেরিয়ে গেলে কিসের সাথে তুল্য?
বানর থেকে মানব সৃষ্টি কোন বানরে কয়
আদম হাওয়া আদি মানব জানে জগতময়।
মনগড়া ঐ মনের তরী যতই সাজাও গাঙে
নদীর এপার গড়ে ঠিকই ওপার কিন্তু ভাঙে।
সকাল বেলার সূর্য যেমন সন্ধ্যা বেলা ডুবে
তখন তারে যায় কী দেখা আকাশের ঐ পূবে?
সময় বুঝে খোঁজরে মন আসল কিংবা নকল
সামলে নিতে পারবে তুমি যতই আসুক ধকল।
সময়ের এক ফোঁড়ে ভাই অনেক কিছু হয়
অসময়ের হাজার ফোঁড়ে মোটেও তা নয়।