প্রিয়তম
-মোঃ নূরুল আলম বখতিয়ার
আমাকে আর হাতছানি দেয় না
নদীর তীর ঘেঁষে ছল ছল করে না
দু’হাত বাড়িয়ে আর ডাকবে না
কোনদিন আর বলবে না,
হে প্রিয়তম—!
দু’চোখ যতদূর যায়
অপলক তাকিয়ে থাকি সু-দূরে
দূর-সীমানায় কোনদিন পৌঁছাবে না
অপলক দৃষ্টির নেই কোনও সীমানা।
কোনও চিহ্ন রেখে গেলে না
দু’ঠোটে যা ছিল,দিয়ে গেলে না
দু’চোখে যা ছিল, ফেলে গেলে না
স্মৃতির পাতায় লিখে গেলে না
বিদায় প্রিয়তম–!
সমুদ্রের লোনা জলে আর ভাসবে না
দক্ষিনা সমীরে তোমার সুবাস আসবে না
তবুও ঘুরে ঘুরে ফিরে আসি তীরে
না পাওয়ার বেদনায় নিদ্রাহীন নীড়ে।