বিশেষ প্রতিনিধি।। নিজেদের ওয়ার্কসপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরি করতো। এরপর এগুলো ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করা হতো। তারপর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। পাবনায় এমন একটি অবৈধ অস্ত্র তৈরির চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা আতাইকুলার থানার মাধপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এত নিশ্চিত করেন র্যাব-১২ পাবনার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।
গ্রেফতারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার বোয়ালমারী রোমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চানদু ইসলামের ছেলে লিটন ইসলাম (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মাধপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগান, ২টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন- তারা নিজেদের ওয়ার্কসপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তারা তৈরি করেছে এবং এই অংশগুলো পরে গভীর রাতে ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করার কাজ করে। গ্রেফতারকৃতদের নিয়ে সেসব জায়গায় গিয়ে অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করা হয়। তারা র্দীঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে এই সকল দেশীও অস্ত্র বিক্রয় করে আসছিল। এবিষয়ে তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে।