কে ভেসে যায় অভিশপ্ত লোনাজলে
শফিক আমিন
এমন একজনকেই খুঁজচ্ছিলাম
যে আমায় সব কিছু দেখাবে,
খুলে দেবে বুকের বোতাম !
চুলের খোপা থেকে ক্লিব খুলতে খুলতে বলবে –
আরো খুলতে হবে ?
এভাবে খুলতে খুলতে … ,
তবুও আমার প্রত্যাশার চোখ হা’হয়ে থাকবে তৃপ্তি খুঁজে !
সে আমায় অভিশাপ দিবে –
এক একটা বোতাম খুলবে আর অভিশাপ দিবে
অন্তরবাসের হুক খুলতে কষ্ট হবে,
তবুও সে আভিশাপ দেয়ার জন্য খুলবে
হাতের বালা খুলতে খুলতে বলবে –
অন্ধ হবার আগে দেখেনে, চোখ যাবে তোর …
সে নাকফুল খুলতে রক্তাক্ত হবে, পাসতা আঁটকে যাবে
দু’হাতে টান মেরে ছিড়ে ফেলবে ফুলের বদল নাসইন্দ্রিয় !
মদের বিকল্প ভিন্ন কোনও স্বাদে
আমি তাকাবো তার চোখে, বলবে –
চোখেই যদি চেয়ে থাকবে শরীর খুলেছি কেনো ?
অস্ফুটো শব্দে তখনো অভিশাপ ঝরবে তাঁর
নিরোত্তর চেয়ে থাকবো, দেখবো চোখ
চোখের মায়া, কে ভেসে যায় নোনা জলে … !