তুমি ঘুমিয়ে আছো পিতা
সুনীল কুমার বাড়ৈ।

কে বলে তুমি ঘুমিয়ে আছো পিতা
টুঙ্গী পাড়ায় নিস্তব্দ কবরে?
জেগে আছ তুমি সেকালের মতই
কোটি বাঙালীর হৃদয়ে।
এখনো কানে বাজে সাতই মার্চের
তোমার অমর কবিতা খানি
এখনও চোখে ভাসে তোমার তর্জনী
উচানো বিমুগ্ধ অবয়ব খানি।
জনতার সমুদ্রে এসেছিল জোয়ার
স্বাধীনতার পালে লেগেছিল হাওয়া।
জেনেছিল বিশ্ব সাত কোটি বাঙাালীর
শতবছরের কি চাওয়া – পাওয়া?

তোমারি ডাকে জেগেছিল বাঙালী
শপথ নিয়েছিল মুক্তির।
যুদ্ধে জিতে প্রমান করেছিল
এ দেশ বিজয়ী বাঙালীর।
উড়িয়েছে লাল সবুজের বিজয়ী পতাকা
স্বাধীন বাংলার আকাশে।
গেয়েছিল মুক্তির গান,নিয়েছিল নিঃশ্বাস
স্বাধীন মাতৃভূমির বাতাসে।

পঁচাত্তরের পনের আগষ্ট
হারিয়ে গেছ তুমি।
রেখে গেছ তোমার কোটি বাঙালী সন্তান,
দিয়ে গেছ মুক্ত স্বাধীন ভূমি।।

কে বলে তুমি ঘুমিয়ে আছো পিতা
টুঙ্গীপীড়ায় নিস্তব্দ কবরে?
জেগে আছ তুমি সে কালের মতোই
কোটি বাঙালীর হৃদয়ে।।

Share.
Exit mobile version