বিশেষ প্রতিনিধি।। পাবনার আমিনপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে দিনে-দুপুরে এবং রাতে সম্প্রতি চুরির হিড়িকে এলাকাবাসীর আতঙ্কিত হয়ে পড়েছে।

এলাকার সাধারণ মানুষ বাড়ি ঘরের তালা দিয়ে রাত্রি তো দূরের কথা দিন-দুপুরে আত্মীয়-স্বজন বাড়ি এমনকি পাশে কোথাও কিছু সময়ের জন্য ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে না।
দিন দুপুরে বাড়ি ঘরে তালা দিয়ে বাইরে গেলেও তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি, ড্রয়ার,ওয়ারড্রপ সহ সমস্ত আসবাবপত্র ভেঙে তছনছ করে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে স্বাচ্ছন্দে বের হয়ে যাচ্ছে চোরের সঙ্ঘবদ্ধ দল।
সম্প্রতি আমিনপুর থানার আহমদপুর
ইউনিয়নের আহাম্মদপুর, বোয়ালিয়া ,সোনাতলা ,বিরাহিমপুর ,মোবারকপুর সহ বিভিন্ন গ্রামের অনেক বাড়িতে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে এবং রাতেও চুরি সংঘটিত হচ্ছে। এমন ঘটনায় এলাকাবাসী আতঙ্ক হয়ে পড়েছে ।

অল্প দিন ব্যবধানে বিরাহিমপুরের কাশেম সেখ, মিজানুর মিয়া  সুমন সরকার, আইয়ুব আলী ,সুরুজ আলী সহ বিভিন্ন বাড়ি দিনের বেলা চুরি সংগঠিত হয়। সংগঠিত চোর দল সেলাই রেঞ্জ,রড ,শাবল জাতীয় জিনিসব্যাবহার করে ঘরের ও আসবাবপত্রের তালা ভাঙ্গে। রাতে সুমন সরকারের বাড়ি রড এবং সেলাই রেন্জ ফেলে চলে যায় বাড়ির লোকজন টের পাওয়ায় তার আগ মুহূর্তেই ঘরের তালা ভেঙে ঢুকেছিল কিন্তু  টের পাওয়াতে কিছু নিতে পারেনাই ।

এলাকায় বিভিন্ন বাড়ি থেকে রাতে গরু চুরি হচ্ছে এতে গরু খামারিরা গরু পুষতে অনিহা প্রকাশ করছে।
সম্প্রতি সোনাতলা গ্রাম থেকে রাত আটটার দিকে ডাকাতি সংঘটিত হয়  প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যেতে সক্ষম হয় ডাকাতদল।
এলাকাবাসীর অভিযোগ এমন পরিস্থিতি চলতে থাকলে আমাদের গ্রামগুলিতে এক সময় বসবাস করার অযোগ্য হয়ে পড়বে।

Share.
Exit mobile version