ওপাড়ের টান

আল আমিন জুয়েল এফসিএ

সকলকেই চলে যেতে হবে একদিন।
চলে যাবো অচীন পথের অসীমতার মাঝে।
তারপর অনেক বছরের পৃথিবী জুড়ে
শুধুই স্মৃতি হয়ে রবো তাহাদের ঘরে।

তখনো হয়তো আমার কাঁচা মাটির ঘরে
সোঁদা গন্ধের লেশটুকু যাবেনা মুছে
পোকার-মিছিলে খাবারের আনন্দ নেশা
প্রিয়জনের গায়ে অপার্থিব কষ্টের শ্বাসে
অবর্তমানের বছরগুলো হাহাকারে মেশা

কোথাও হয়তো পাবো টের তারে…

তারপরও এটাই নিয়তির বদনে বড় সত্য
আমি, তুমি, আমাদের মাঝে নিরন্তন
কেহ রবো ধরায় চলমান কেহবা ওপাড়ে।

Share.
Exit mobile version