বিশেষ প্রতিনিধি।। পাবনার সুজানগরে পুলিশ সদস্য (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম (৬৫) নামে এক হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশরাফ আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২২ আগষ্ট হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের তাঁর পিতা হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে ২৪ জনকে আসামি করে মঙ্গলবার সকালে সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, আরশেদ আলীর ছেলে নাজমুল হোসেন ও সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে মনিরুল ইসলাম।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য পূর্ব বিরোধের জের ধরে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে সোমবার হামলার ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত ও অন্তত ৯জন আহত হন।

Share.
Exit mobile version