পাহাড়
মিজানুর রহমান খান
আমার মন কাদে যেতে তোমার বুকে, তোমার ঘোমটা খুলে দেখিব নয়ন ভরে। তোমার রুপের পানি লাগিবে যখন গায়ে , শিহীরনে জাপ্টে ধরে নিতে চাহিব বুকে। এত কোমল পানি যেন খেয়ে নিতে চায় মন তখনি তোমার বুকের বাধন এত শক্ত, খুলিতে চাইলেও পারিনা খুলিতে। কারন তুমি যে পাথরে পাথরে তৈরী। তোমার বুকের এত রুপ শত শত মানুস যায় দেখিতে প্রতি দিন। কেহ বসে বুকে কেহ বা ভিজে তোমার ঝরনায়, আমি দেখি পাখিরা গান গায়। তোমার পাজর বসে কত সখী নাচে আর গায়। ,মেঘেরা এসে তোমার মাথায় বসে,
কিছুক্ষন পরে বাতাসে মিশে ঝাপটে মেরে।
আকাশের মেঘের খেলায় পাহাড় দোলে।