বিশেষ প্রতিনিধি।। পাবনা জেলার আমিনপুর থানা পুলিশের অভিযানে চোরাই ড্রামট্রাকের কাঁটা অংশসহ ,জ্যাক গাড়ির কেবিন, কয়েকটি ফুয়েল টাঙ্কি সহ অন্যান্য গাড়ির বিভিন্ন অংশ এবং গাড়ি কাটার যন্ত্রাংশ সহ দুজনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে পাবনার আমিনপুর থানার আলাদিপুর গ্রামের মোঃ হাসান আলীর আশ্রয়ন প্রকল্পের ঘরের সামনে থেকে।
আজ ২৪ শে আগস্ট দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব রওশন আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


ঘটনাস্থল হতে একটি ড্রাম ট্রাক, যাহার বডি কেটে আলাদা করা, একটি জ্যাক গাড়ির কেবিন, গাড়ির তিনটি ফুয়েল ট্যাংকি, গাড়ির খুচরা যন্ত্রাংশ ও গাড়ির বিভিন্ন ধরনের অংশ ,লোহা কাটার কাজে ব্যবহৃত ২ টি অক্সিজেনের বোতল ও একটি গ্যাস সিলিন্ডার এবং ঘটনার সাথে জড়িত থাকার দুজনকে গ্রেফতার করে তারা হলেন আলাদিপুর গ্রামের মৃত কালো প্রাং এর ছেলে স্বপন প্রাং ( ৩৫ ) ও সুজানগর থানার আন্দারকোটা গ্রামের মোহাম্মদ সিরাজের ছেলে শাকিল (২৫)। অভিমানের সময় ঘটনাস্থল হতে আরও ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আমিনপুর থানা ইনচার্জ মোঃ রওশন আলী জানান
উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং পলাতক ব্যক্তিদের গ্রেফতারের নিমিত্তে জোর তৎপরতা অব্যহত রয়েছে ।

 

Share.
Exit mobile version