বিশেষ প্রতিনিধি।। ডিজেলের আমদানি শুল্ক ও কর কমানোর পর জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমাল সরকার। সোমবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ। রাত ১২টার পর থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ডিজেল ও কেরসিনের দাম হবে লিটার ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর শুল্ক কমানোর দাবি ওঠে।

Share.
Exit mobile version