বিশেষ প্রতিনিধি।। কুমিল্লার লাকসামে তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ১৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. নেওয়াজ শরীফ রাসেল প্রকাশ সবুজ প্রকাশ বাবু (৩৭)। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং দক্ষিণপাড়া গ্রামে।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০৭ সালের কুমিল্লার আলোচিত তিন ব্যবসায়ী হত্যার পলাতক আসামিকে গোয়েন্দা তৎপরতায় গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা জেলার লাকসাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে এক হাজার ৪০০ টাকা ডাকাতি করার জন্য তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনাটি র‌্যাবের নজরে আসে। পরে পলাতকদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাভার এলাকায় হকারি করে সেখানে বসবাস করে আসছিলেন।
২০১৬ সালে তার স্ত্রী তার আসল পরিচয় ও মামলার বিষয়টি জানতে পেরে বিবাহ বিচ্ছেদ করে। তখন ভয়ে তিনি সাভার এলাকা ত্যাগ করে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় বসবাস শুরু করেন। পরে ২০২০ সালে বাবার মৃত্যুর পর তার পরিবার সাভার এলাকা ত্যাগ করে কুমিল্লা জেলার বরুড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

বরুড়া এলাকায় বসবাসকালীন তার মা গোপনে লাকসাম এলাকায় বিভিন্ন সময়ে যাতায়াত করে এবং বুঝতে পারে ২০০৭ সালের হত্যার বিষয়টি এলাকায় তেমন কোনো আলোচনা নেই। তাই রাসেল ২০২০ সাল থেকে বরুড়ায় তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে তিনি রাজমিস্ত্রির সহযোগী ও পরে বিভিন্ন পরিবহনে সহকারীর কাজ করে আসছিলেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া বলেন, সোমবার সকালে কুমিল্লা র‌্যাব-১১ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে থানায় হস্তান্তর করার পর দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version