মৌলভীবাজার প্রতিনিধি :“পর্যটন নিয়ে নতুন ভাবনা” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে বাইসাইকেল চড়ে পর্যটন দিবস ২০২২ উদ্ধোধন করলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কাযার্লয় থেকে সাইকেল র্যালীর বের হয়ে শহর প্রদক্ষিন করে সার্কিট হাউজ হলরুমে এসে আলোচনার শুরু হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
র্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসন, সাংবাদিক,ট্যুরিস্ট পুলিশ,পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন জেলার সম্ভবনাময় পর্যটনের উন্নয়ন কার্যক্রম বেগবান করলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মৌলভীবাজারের দর্শনীয় স্থান দেশ-বিদেশে আরো পরিচিতি পাবে।