বিশেষ প্রতিনিধি।। থানাহাজত থেকে আদালতে নেওয়ার পথে পুলিশের গাড়ি থেকে মো. তোরাপ শেখ (৩২) নামের এক মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা এলাকায় ঘটনাটি ঘটে। তোরাপ এর আগেও একবার র‌্যাবের গাড়ি থেকে পালিয়েছিলেন বলে জানা যায়।

তোরাপ কুমিল্লার রুস্তম শেখের ছেলে। তবে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন। জানা গেছে, সেখানে থেকেই তিনি মাদকের কারবার করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে তোরাপকে ৪৪ গ্রাম গাঁজাসহ তার শ্বশুরবাড়ি থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় নগরকান্দা থানার উপপরিদর্শক আব্দুল আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আজ সোমবার দুপুর ১টার দিকে পুলিশের গাড়িতে করে নগরকান্দা থানা থেকে তাকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি দল। পুলিশের গাড়িটি তালমা-নগরকান্দা সড়কের সদরবেড়া এলাকার নুরুজ্জামান জুট মিলের সামনে এলে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি থামানো হয়। এ সময় কৌশলে গাড়ি থেকে নেমে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান তোরাপ। পুলিশ সদস্যরা পিছু নিয়েও তাকে ধরতে পারেননি।

ঘটনার পর সদরবেড়া গ্রামের ওয়ার্ড মেম্বার ও তোরাপের শ্বশুরবাড়ির লোকজনকে থানায় ডেকে এনে দ্রুত তাকে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমি লোকজন নিয়ে হাতকড়াসহ মাদক মামলার আসামি তোরাপকে খুঁজে বের করতে মাঠে নেমে কাজ করছি। তিনি হয়তো আত্মগোপনে আছেন।
এদিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন বলেন, পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি তোরাপকে খোঁজা হচ্ছে। তবে এখনো তাকে পাওয়া যায়নি।

Share.
Exit mobile version