অনলাইন ডেস্ক।।  তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন মানুষ খনিতে কাজ করছিলেন। তাদের প্রায় অর্ধেক মানুষ ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উদ্ধারকর্মীরা।

খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো খনির ভেতর চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক।
এদিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

Share.
Exit mobile version