কামরুল হাসান সোহাগ

সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনী (সদস্য পদ) ফলাফল এবং তার প্রভাব নিয়ে আলাপ আলোচনার ঝড় বাকেরগঞ্জ জুড়ে। নির্বাচনী ঝড়ের কবলে পড়ে মাথা ঠান্ডা রাখা দুরূহ। রাজনৈতিক ঝড়-ঝাপটায়ও তেমনিভাবে যৌক্তিক ও সুস্থির থাকা কষ্টকর, কিন্তু থাকতে হয় এবং থাকতে পারলে ভালো। সদস্য পদে প্রার্থী এবং ভোটারগন সুস্থিরতার পরাকাষ্ঠা দেখিয়েছেন। সেখানে সুস্থিরতা, যুক্তি, আবেগ, রাগ, ক্ষোভ, অভিমান, বেদনা, ভালো লাগা, মন্দ লাগা প্রভৃতিকে মিলিয়ে-মিশিয়ে ইভিএম মেশিনের বাটন টিপে ভোটারগন তার একটি প্রকাশ ঘটিয়েছেন। গড়পড়তা প্রায় শতভাগ ভোটারদের মিলিত ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন এই নির্বাচনী ফলাফল। এখানে প্রতিজন ব্যক্তি ভোটারের একেকটি পৃথক বিশ্লেষণ ছিল। এই নির্বাচনে যারা ভোটার ছিলেন তারা সবাই জনপ্রতিনীধি সংগতকারনেই সকল ভোটারগনই বিচক্ষন। সামগ্রিকভাবে জাতীয় নিরিখের বিশ্লেষণে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে বিশ্লেষণেও ভিন্ন ভিন্ন মাত্রা, বর্ণ ও ব্যাপ্তি যুক্ত হয়েছে এই নির্বাচনে। মোটা দাগে বলা যায়, এই নির্বাচন ছিলো অংশগ্রহণমুলক, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ।

লেখক,
সহকারী সম্পাদক, ডেইলি রাঙা প্রভাত

Share.
Exit mobile version