অনলাইন ডেস্ক।। গুজরাটের একটি ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ধসে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১০০ জনকে উদ্ধারে চলছে উদ্ধার অভিযান। খবর এনডিটিভি।

দুর্ঘটনার কারণ তদন্তে এক বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মরবি পর্যটেনের জন্য বিখ্যাত এলাকা। ভেঙে পড়া ঝুলন্ত সেতুটি ১৫০ বছরের পুরনো। সংস্কারকাজের জন্য ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর চারদিন আগেই খুলে দেওয়া হয়েছিল।

রবিবার সন্ধ্যার দিকে সেতুটি ভেঙে পড়ে।

জানা যায় এসময় সেতুর ওপর পাঁচশ’র মতো মানুষ ছিলেন।
ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share.
Exit mobile version