রাঙা প্রভাত ডেস্ক।। আদিবাসী সাঁওতাল হত্যার ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে শোকরেলী ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। 
রবিবার (৬ নভেম্বর) বেলা ১২টায় সাহেবগঞ্জ হাইওয়ে সংলগ্ন মাঠে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি বার্নাবাস টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুজ্জামান শরীফ, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীকান্ত মাহাতো, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি’র জেলা কমিটির সদস্য তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান প্রমুখ।
সমাবেশের আগে একটি শোকর ্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী ভিত্তিতে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অধ্যাপক আকাশ বলেন,  চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী বাগদাফার্মের জমি মালিকদের ফেরত দিতে হবে, ২০১৬ সালের ৬ নভেম্বর হত্যাকান্ডের বিচার করতে হবে।
Share.
Exit mobile version