স্পোর্টস ডেস্ক।। কাতার বিশ্বকাপে ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ৬৮৪ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮৩ হাজার টাকা। ফাইনালের টিকিটের দাম রাশিয়া বিশ্বকাপ থেকে ৪০ শতাংশ বেড়েছে কাতারে। এমনই এক সমীক্ষা প্রকাশ করেছে জনপ্রিয় খেলাধুলাবিষয়ক সাইট কেলার স্পোর্টস খবর রয়টার্সের।
রাশিয়া বিশ্বকাপে একটি টিকিটের জন্য গড়ে ২১৪ পাউন্ড খরচ হলেও কাতারে বিশ্বকাপে একটি সিটের জন্য ফুটবলপ্রেমীদের গুনতে হবে ২৮৬ পাউন্ড। শুধু তাই নয়; কাতার বিশ্বকাপে টিকিট হার মানিয়েছে গেল ২০ বছরের বিশ্বকাপ টিকিটের দামকে।
মিউনিখভিত্তিক একটি প্রতিষ্ঠানের তথ্যমতে বিশ্বকাপের গেল আসর থেকে ৫৯ শতাংশ বেশি দাম কাতার বিশ্বকাপ টিকিটের, কাতার বিশ্বকাপকে সবচেয়ে বেশি ব্যয়বহুল বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছয়টি স্টেডিয়াম তৈরির কাজ এবং আরও দুটি নতুন মাঠের কাজ মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৩ বিলিয়ন ডলার। আরও অনেক অর্থ খরচ করতে হয়েছে রাজধানী দোহার অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন ও বিমানবন্দর পুনর্নির্মাণে। অবিশ্বাস্যভাবে এটি যেমন ব্যয়বহুল বিশ্বকাপ, পাশাপাশি টিকিটের মূল্যও আকাশচুম্বী।