মাসুদ বাবু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে উপজেলার উত্তর গোতামারী গ্রামের বিলুপ্ত ছিটমহল এলাকার ৯০১ নং মেইন পিলার এলাকায়। নিহত যুবক সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী গ্রামের দইখাওয়া গ্রামের আছির উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিনগত রাতের কোন এক সময় সাদ্দাম হোসেন গরু পারাপারের জন্য সীমান্ত এলাকায় যায়। ভারতীয় নৌহাটি কাসারপাড়া বিএসএফ ক্যাম্পের জোয়ানদের হাতে আটক হয়। বিএসএফ জোয়ানরা নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় ৯০১ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় ফেলে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন সাদ্দামকে উদ্ধার করে জন্য রংপুরে নেয়ার পথে মারা যায়। রংপুর থেকে লাশ তার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। হাতীবান্ধা থানা পুলিশ লাশ মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে যায়। গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক ও বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।