নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির কৃর্তি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এস এম আমিনুল ইসলামকে ফুলেল শুভেচছা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সঞ্জিত কুমার শিল।
শুক্রবার ( ৯ ডিসেম্বর ) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতের সময় পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার রুমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
তখন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস এম আমিনুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত খান সোহান, বিএম সাগর, মিরাজ আকন ও লিমন চৌকিদার।
এদিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির পূর্ব ইসলামপুর তার গ্রামের বাড়ির বটতলা বজারে শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এস এম আমিনুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও গলায় মালা দিয়ে বরণ করে নেয় স্থানীয় ছাত্রলীগ নেতারা ও এলাকার তার ছোট ভাইয়েরা।