নিজস্ব প্রতিবেদক।। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম বাংলা বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। 

 

এতে এনামুল হোসেন কবির প্রথম,  মোঃ নুরে আলম ২য়, আব্দুস ছালাম হাওলাদার ৩য় ও মোঃ জসিম উদ্দিন ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছে।

বুধবার  (২১ ডিসেম্বর)  সকাল ১০টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে  স্কুল প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার বাবুগঞ্জ  উপজেলা একাডেমি সুপার ভাইজার ইসরাত জাহান নিনা।

স্কুল সুত্রে জানা গেছে, গ্রাম বাংলা বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

তারা হলেন এনামুল হোসেন কবির, মোঃ আব্দুল ওয়াদুদ মৌলাভী, আব্দুস ছালাম হাওলাদার, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরে আলম, নাসরিন আক্তার, মিজানুর রহমান, মানছুরা বেগম, মিন্টু, মোঃ মিরাজ সিকদার, সৈয়দ মাসুম, রুবেল হোসেন ও আলহাজ্ব মোঃ আব্দুল হালিম চুন্নু।

নির্বাচনে মোট ভোট ১৯৮ এবং কাস্ট হয়েছে ১৫৪ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

এনামুল হোসেন কবির ক্রমিক নম্বর ১ নিয়ে   ৬৯ ভোট পেয়ে প্রথম, মোঃ নুরে আলম ক্রমিক নম্বর ৫ নিয়ে ৬৬ ভোট পেয়ে ২য়, আব্দুস ছালাম হাওলাদার ক্রমিক নম্বর ৩ নিয়ে  ৫৫ ভোট পেয়ে ৩য় এবং মোঃ জসিম উদ্দিন ক্রমিক নম্বর ৪ নিয়ে ৫২ ভোট পেয়ে ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছে। 

মোঃ জসিম উদ্দিন ৪র্থ
Share.
Exit mobile version