নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম বাংলা বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী সমাজসেবক সৈয়দ  আবুল কালাম আজাদ (কালাম মির)।

রোববার ( ২৫ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউপি সদস্য আসলাম ঢালীকে ২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হেমায়েত উদ্দিন জানান, স্কুল পরিচালনায় গত ২১ ডিসেম্বর বুধবার  এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নিবার্চন সম্পূর্ণ হয়। এতে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করে ৪ জন প্রার্থী নির্বাচিত  হন। নির্বাচিতরা হলেন এনামুল  হোসেন কবির প্রথম,  মোঃ নুরে আলম ২য়, আব্দুস ছালাম হাওলাদার ৩য় ও মোঃ জসিম উদ্দিন ৪র্থ। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন  বিলকিস আক্তার, দাতা সদস্য হয়েছেন বারেক মোল্লা। 

সভাপতি নির্বাচনে শিক্ষক ও অভিভাবক সদস্য  ৯ ভোটারের মধ্যে ৭ জনে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ২ জন অনুপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন বাবুগঞ্জ  উপজেলা একাডেমি সুপার ভাইজার ইসরাত জাহান নিনা।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ (কালাম মির)বলেন, তিনি  গ্রাম বাংলা বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।

Share.
Exit mobile version