বৃদ্ধাশ্রমে শুণ্য আসনে ভর্তি চলছে। প্রাথমিকভাবে ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রংপুর,রাজবাড়ী, ঢাকা ও বরিশাল জেলার ভূমিহীন ও নিঃসন্তান হতদরিদ্র-বৃদ্ধাগণ আবেদন করতে পারবেন।

ভূমিহীন ও নিঃসন্তান হতদরিদ্র পিতা-মাতার জন্য।। বিএনএসডি ফাউন্ডেশন

সকল শর্তাবলী পূরণ হলেই বিএনএসডি ফাউন্ডেশন প্রবীণ নিবাস এ ভর্তিযোগ্য বিবেচনা করা হবে। থাকা-খাওয়ার সকল খরচ বিএনএসডি ফাউন্ডেশন বহন করবে।।

★ আবেদনের ৭ কর্মদিবসের মধ্যে আবেদনকারীর ঠিকানায় তথ্য যাচাইয়ের জন্য বিএনএসডি ফাউন্ডেশনের টিম প্রেরণ করা হবে।
★ বরিশাল মহানগর এলাকায় ষাটোর্ধ ভবঘুরে ও আশ্রয়হীন বৃদ্ধা পাওয়া গেলে বিএনএসডি ফাউন্ডেশনের কর্মীরা তাকে আশ্রয়ের জন্য বিএনএসডি ফাউন্ডেশনে নিয়ে আসবেন।
★ পুরুষ ইউনিটের কাজ চলমান রয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুরুষ ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
★ ভর্তি ফরম পেতে bnsdfoundation@gmail.com ঠিকানায় ইমেইল করতে পারেন।

যোগাযোগঃ
বৃদ্ধাশ্রম
বিএনএসডি ফাউন্ডেশন
বাড়ি: ২২৫৫-০০০, ইছাকাঠি প্রধান সড়ক, কাশিপুর, বরিশাল।
মোবাইল: 01713-894888(Administration)
01919508399 (office)

Share.
Exit mobile version