ছবি-বাবা ও মায়ের,
বিশেষ প্রতিনিধি।। গাজীপুরে প্যাটিস ও কেক খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ সিয়ামকে (৬ মাস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় গাজীপুরের ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই বোন হলো শেরপুরের আশরাফুলের মেয়ে ৬ বছরের আশামনি ও দেড় বছরের আলিফা। আশরাফুল পরিবার নিয়ে গাজীপুর সদরের ইপসা গেট এলাকায় এরশাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
অসুস্থ সিয়াম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবার নাম হিরা মিয়া। তিনিও এরশাদের বাড়িতে ভাড়া থাকেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইপসা) গেট এলাকায় সাইফুল ইসলামের দোকান থেকে আমার ছেলেমেয়ে ও পাশের বাসার সিয়ামকে প্যাটিস ও কেক কিনে দিয়েছিলাম। তখন তাদের সঙ্গে আমিও কেক ও প্যাটিস খাই। এরপর আমার ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বড় মেয়ে আশামনি ও ছোট মেয়ে আলিফাকে মৃত ঘোষণা করেন। একইভাবে সিয়ামও অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই কেক-প্যাটিস খেয়ে আমার কোনো সমস্যা হয়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘শিশু দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত ঘটনা বলা ঠিক হবে না। সিয়াম এখন আশঙ্কামুক্ত।’
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কেক-প্যাটিস মৃত শিশুর বাবাও খেয়েছে, তার কোনো সমস্যা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।